Translate

thumbnail

চাকরির সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে , অভিজ্ঞতার প্রয়োজন নেই

 চাকরির সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে , অভিজ্ঞতার প্রয়োজন নেই


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি বাংলাদেশ শাখায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানিটি ট্রেড ফাইন্যান্স/ক্রেডিট/ফরেক্স/ট্রেজারি, জেনারেল ব্যাংকিং/আইটি এবং ফ্রেশারের বাংলাদেশ শাখায় কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


1. পদের নাম: জুনিয়র অফিসার


বিভাগ: ট্রেড ফাইন্যান্স / ক্রেডিট / ফরেক্স / ট্রেজারি, সাধারণ ব্যাংকিং / আইটি


পদের সংখ্যা: অনির্দিষ্ট


যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকতে পারে না। বাণিজ্যিক ব্যাংকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে।


বয়স: 25 থেকে 36 বছর


বেতন: উল্লেখ নেই


2. পদের নাম: নির্বাহী


বিভাগ: ফ্রেশার


পদের সংখ্যা: অনির্দিষ্ট


যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। সিজিপিএ 4 স্কেলে 3 এবং 5 স্কেলে 4 হতে হবে। শিক্ষার যেকোনো একটি স্তরে প্রথম শ্রেণী/বিভাগ/সমমান GPA/CGPA থাকতে হবে। কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে।


চাকরির সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে , অভিজ্ঞতার প্রয়োজন নেই


বয়স: 22 থেকে 26 বছর


বেতন: উল্লেখ নেই


কিভাবে আবেদন করতে হবে


আগ্রহী প্রার্থীদের এই লিঙ্কে পোস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আবেদন অনলাইনে ক্লিক করে আবেদন করতে হবে।

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

Search This Blog

Music

2/Music/grid-big

Nature

3/Nature/grid-small
https://beautytipstechblog.blogspot.com/
https://beautytipstechblog.blogspot.com/

Trending Weekly

4/sgrid/recent

Most Recent

4/sidebar/recent

Top Stories

megagrid/recent

What's New

block/recent

Contact form

Footer Copyright

https://beautytipstechblog.blogspot.com/

Tags

Sports

3/Sports/col-left

Technology

3/Technology/col-right
 Big Fashion
thanks

Comments

Technology/hot-posts